জিবন মানেই তো যন্ত্রনা, বেচে থাকতে বোধহয় শেষ হবে না ।
চেয়েছিলাম এই কথার প্রসঙ্গে কিছু কথা তোমাকে বলবো কিন্তু সাহস পেলাম না। যাকে খুশি করার জন্য আমি সব সময় চেষ্টা করি এই কথায় সে আবার কষ্ট পাবে নাতো ? এই কথা ভেবে।
তোমার সাথে তুমি তাকে তুলনা করলে?
আমি এতোটাই পাগল এর জন্য ? হ্যাঁ আমি পাগল কিন্তু অন্য কারো জন্য না, শুধু তোর জন্য।
হ্যাঁ এটা হলে মন ভালো থাকে, কিন্তু কার সাথে হলে এটা তুমি ভাল করেই জানো। তারপরেও আমাকে এমন ভাবলে আমাকে। এখন নিজেকে কুকুরের মত মনে হচ্ছে। না, আমিতো কুকুরের চেয়েও নিকৃষ্ট ওদেরতো নির্দিষ্ট সময় আছে। আমার তাও নেই, ছিঃ ছিঃ আমার মত লোকগুলি এই পৃথিবীতে না থাকলে পৃথিবীটা আরো অনেক সুন্দর হতো।
ব্ল্যাকমেইলিং করার একটাই কারন হয়ে থাকে সাধারনত, তা হলো জোর পূর্ব ক উদ্দেশ্য হাসিল করা। যদি কেউ কিছু চায় তা পায়না তাহলে তা পাওয়য়ার জন্য মানুষ ব্ল্যাকমেইল করে থাকে। আমি তো তোমার কাছে সব পেয়েছি তো ব্ল্যাকমেইল করবো কেন???
ও আচ্ছা পেয়েছি ২টা কারন হতে পারে,
১. তোমাকে বিয়ে করা।আরে এগুলি আমি দুষ্টামী করে বলে থাকি তোমাকে, আমি ভুলিনি তো মনে আছে, আজিবন থাকবে।
আচ্ছা আজ থেকে আর কোন দিন কোন দুষ্টামী করেও বলবো না যে, জান আমাকে বিয়ে করবি ??
২. কথায় আছে অভাবে স্বভাব নষ্ট হয়। তাই বলে এতোটা নষ্ট আমি হয়ে যাই নি যে তোমাকে ব্ল্যাকমেইলিং করে টাকা আদায় করতে হবে। তবুও সাবধান থেকো যেহেতু এমন মনে হচ্ছে।
তোমাকে বুঝানোর মত জ্ঞান আমার নেই এটা তুমি ভালো ভাবেই জানো। আমি নিজে মুর্খ
কিন্তু একজন শিক্ষিত মানুষকে সব সময় সম্মান করার চেষ্টা করি । বিদ্বানের কলমের কালি শহীদের রক্তের চেয়েও দামী। তাই তাদের অসম্মান করার ক্ষমতা আমার নেই। যদি কখনো ভূল করেই ফেলি ক্ষমার দৃষ্টিতে দেখো। কারন আমি মানুষ, ফেরেস্তা না, মানুষের ভুল হতেই পারে।
আমি যতটুকু জানি আমি নিজ থেকেই স্যরি বলে ছিলাম, যেহেতু কথাটা বলা নিষেধ ছিলো তাই কথাটা সরাসরি না বলে বুঝার জন্য হ্নিস দিয়েছিলাম। পরে তুমি বুঝতে পেরেছো। যাই হোক, হয়তো আমি স্যরি বলার আগেই তুমি বুঝতে পেরেছিলে তাতো আমি জানতাম না।
কিন্তু এই কথাগুলি দ্বারা তুমি বুঝালে যে, আমি একজন পাকা অভিনেতা। যাই হোক আর কিছু না পারি মিথ্যে বলার অভিনয় তো করতে পারি।
বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম।
পরিশেষে কি আর বলবো, সব সময় যা চাই তাই, ভালো থাকো, সুখে থাকো আমার জান ।
ইাত
আলিমানের বাবা



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন