আমি তাদেরকেই ঘৃনা করি যারা আমাকে এই পৃথিবীর সুন্দর্য উপভোগ করা থেকে বঞ্চিত করেছে।

Full width home advertisement

Post Page Advertisement [Top]


 ওরে মাটির ওপর রব না, মাটি হবোরে...ওরে খাটির ওপর শোবরে, মাটি হবোরে। 

মাটির ওপর রব না, মাটি হবোরে। (২ বার)

ঐ মাটি ডাক দিছে আমায়, 

যে মাটি দিয়া আল্লায় বানাইছে আমায়। 

ঐ আল্লায় ডাক দিছে আমায়, 

যে আল্লায় মাটি থেইকাই বানাইছে আমায়। 

ঐ আল্লার ডাকে আজ মাটির দেহ মাটি হইবোরে।

ও আল্লাহ মাফ করো আমায় ও আল্লাহ মাফ করো আমায়। (২ বার)


ঐ মাটি পোড়ায় পোড়ায় বানাইছিলাম ইট, 

ইট দিয়া বানাইছিলাম ইমারতের ভিত রে আমার, ইট দিয়া বানাইছিলা দেহঘরের ভিত। 

দেয়ালের মাঝখানে হয় পাপ। 

পাপ করার লাইগা আল্লায় বানায় নাই আশরাফ রে আমায়, পাপ করার লাইগা আল্লায় বানায় নাই আশরাফ।

একটা মাটির পুতুল ভেঙে দ্যাখ মাটিই পাবি রে। 

ও আল্লাহ মাফ করো আমায় ও আল্লাহ মাফ করো আমায়। (২ বার)

একটা মাটির পুতুল ভেঙে দ্যাখ মাটিই পাবি রে। 


এই দেহের কিসের আবার জিত? 

মাটিতে মিশবে রে আব, তেজ, মরু, ব্যোম, ক্ষিত রে আমার, মাটিতে মিশবে রে আব, তেজ, মরু, ব্যোম, ক্ষিত।

মানুষের কিসের অহংকার! 

মাটিতে মিশ্যা গেলে খুইজ্যা পাওয়াই ভার রে দেহ, মাটিতে মিশ্যা গেলে খুইজ্যা পাওয়াই ভার। 

একটা মাটির কলস ভেঙে দেখ মাটিই পাবি রে। 

ও আল্লাহ মাফ করো আমায় ও আল্লাহ মাফ করো আমায়। (২ বার)

 একটা মাটির কলস ভেঙে দেখ মাটিই পাবি রে। 


এই মাটি জমে জমে কঠিন পাথর হয়। 

ঐ পাথর ক্ষয়ে ক্ষয়ে মাটিই হইয়া যায় রে আবার, ঐ পাথর ক্ষয়ে ক্ষয়ে মাটিই হইয়া যায়। 

ফয়সাল হাত জোড় করিয়া কয়, 

মাটি দিয়া তৈরি মানুষ 'মাটির মানুষ' হয় রে যেন, মাটি দিয়া তৈরি মানুষ 'মাটির মানুষ' হয়।

একটা মাটির দেয়াল ভেঙে দেখ মাটিই পাবি রে। 

ও আল্লাহ মাফ করো আমায় ও আল্লাহ মাফ করো আমায়। (২ বার)

একটা মাটির দেয়াল ভেঙে দেখ মাটিই পাবি রে। 


ঐ মাটি ডাক দিছে আমায়, 

যে মাটি দিয়া আল্লায় বানাইছে আমায়। 

ঐ আল্লায় ডাক দিছে আমায়, 

যে আল্লায় মাটি থেইকাই বানাইছে আমায়। 

ঐ আল্লার ডাকে আজ মাটির দেহ মাটি হইবোরে।

ও আল্লাহ মাফ করো আমায় ও আল্লাহ মাফ করো আমায়। (৪ বার)


 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Bottom Ad [Post Page]