আমার জনম গেলো ভুলে ভুলে কইরা পিরিতি
জনম গেলো ভুলে ভুলে কইরা পিরিতি
প্রেমের হাটে মন হারাইলাম না জেনে ক্ষতি
আমি প্রেমের হাটে মন হারাইলাম না জেনে ক্ষতি
লোহা যেমন পুড়ে কামার, আমি তেমন পুড়ি
আর কতকাল পুড়বি আমায় হইয়া কামারি,
তুই হইয়া কামারি
আমার জীবন খাতায় শূন্য পেলাম হায়রে নিয়তি
জীবন খাতায় শূন্য পেলাম হায়রে নিয়তি
প্রেমের হাটে মন হারাইলাম না জেনে ক্ষতি
আমি প্রেমের হাটে মন হারাইলাম না জেনে ক্ষতি
শুকনো মাটি কাদা করে কুমার বানায় ঘটি
তোরে ভালোবাইসা আমার জীবন হইলো মাটি
আমার জীবন হইলো মাটি (x2)
আমার জীবনটারে নষ্ট করলাম ভাইবা না ক্ষতি
জীবনটারে নষ্ট করলাম ভাইবা না ক্ষতি
প্রেমের হাটে মন হারাইলাম না জেনে ক্ষতি
আমি প্রেমের হাটে মন হারাইলাম না জেনে ক্ষতি
আমি প্রেমের হাটে মন হারাইলাম না জেনে ক্ষতি
Read more at https://www.gdn8.com/2018/01/amar-jonom-gelo-vule-vule-lyrics-song.html#wwpajIx1cv9TSsUZ.99



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন