যেখানে আমার রাত কাটে তোমোর ভোর হবার অপেক্ষায় সেখানে তুমি আমাকে বলে দিলে যে আমি আর অপেক্ষা করি না তোমার। আজ আমি তোমার কাছ জানতে পারলাম যে তোমাকে পাওয়া জন্য, তোমাকে একটু দেখার জন্য, একটু কথা বলার জন্য আমার অপেক্ষার সেই দিনটি শেষ। আমি এখন আর তোমার জন্য অপেক্ষা করি না।
আচ্ছা আমি কখন থেকে তোমার অপেক্ষায় আছি তা তুমি জানতে না,এখনো অপেক্ষা করি এটা মানো না। আর ভবিষ্যতে যে অপেক্ষায় থাকবো এটা বিশ্বাস করবে কিভাবে ???
তোমার সাথে তর্ক করে আমাকে আমার কথা বিশ্বাস করাতে চাইনা। কারণ আমি জানি বরাবরেই আমি তোমার কাছে অবিশ্বাসী।
একটা কথা আমি বারবার বলি, বলবোও । তুমি বিশ্বাস কর বা না করো।
আমি তোমাকে ভালবাসতাম, এখনো ভালবাসি, আজিবন ভালবাসবো।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন