বলতে চাইলে অনেকিছুই বলতে হয়, কিন্তু বলিনা এই ভয়ে যে যদি তুমি কষ্ট পাও।
তোমার সংসারের কাজ, টিউশনি, খেলাধুলা, আড্ডা দেয়া সবকিছু শেষ করে আমাকে সময় দাও। আর আমার শত ব্যস্ততা বাদ দিয়ে চেষ্টা করি এই সময়টা ফ্রি থাকার ।কেন ?? কারণ আমি জানি এখন যদি তোমাকে সময় দিতে না পারি তাহলে আজ আর পাবো না তোমাকে। এছাড়া যদি অন্য যে কোন সময় আমাকে নক দাও আমি কখনো কি বলেছি এখন পরে কথা বলবো ? বলিনি আমি সব সময় তোমাকে আমার সকলকিছু থেকে মুল্যায়ন দেই। শত ব্যস্ততার মাঝেও যখন তুমি বল তখনেই সময় দেই। নিজের হাজারো কাজ ফেলে রেখে আমি সময় দেই তোমাকে। তোমার সম্মান অক্ষুন্ন রাখতে আমি যা করেছি তা এখানে লিখাও সম্ভব না। অনেক কথা তোমাকে বলতে পারিনা বলে এখানে লিখি । কিন্তু কিছু কিছু কথা এখানেও লিখা যাবে না। থাক এবস কথা আমি তোকে ছোট করেছি অনেক।
আসলেই তো কোথায় সেই আকাশের চাঁদ তুমি আর আমি কোথাকার রাখাল।তোমাকে আমার দিকে আকর্ষিত করা তো তোমার ছোট হওয়াই। কি আর করা যা হওয়ার তা তো হয়েই গেছে । এখন তো চাইলেও তা ফিরানো সম্ভব না। কারণ তুমি যে আমার শুধু ভালবাসা তা না। তুমি আমার বেচে থাকার অক্সিজেন।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন