কিছু কিছু কথা আছে বলতে চাইলেও বলা যায় না। চিন্তা করতে হয় যার যাকে খুশি করার জন্য আমি সব সময় চেষ্টা করি এই কথায় সে আবার কষ্ট পাবে নাতো ?
কিছু কিছু প্রশ্ন আছে যার উত্তর জানা থাকলেও দেয়া যায় না। চিন্তা করতে হয় যার যাকে খুশি করার জন্য আমি সব সময় চেষ্টা করি এই উত্তরে সে আবার কষ্ট পাবে নাতো ?
তেমনি কিছু কিছু কথার পিছনে কথা আছে যেগুলি না বললে নিজের অনেক কষ্ট হয়। আবার বলার আগে চিন্তা করতে হয় যার যাকে খুশি করার জন্য আমি সব সময় চেষ্টা করি এই কথায় সে আবার কষ্ট পাবে নাতো ?
যাই হোক জান, কাকে বলবো কার কাছে বলবো ? তুই ছাড়া আর কে আছে আমার এতো কাছের, এতো আপন ? তুই কি জানিস ? যাকে আপন ভাবা যায় আর সে যদি পর ভাবে তার চেয়ে কষ্টের আর কিছু থাকে না।
জানি , যদি কখনো এই লিখাটা তুমি পড়ো তাহলে রাগ করবে, মনে মনে বলবে আমি তোকে পর ভাবি তাই না ? কষ্টও পাবে । কিন্তু আমি তোমাকে সেই পর বলিনি, যাষ্ট একটা উদাহরন দিলাম ।
তবে মূল কথাটা হলো এটাই আমি আজো তোমার ততটুকু বিশ্বাস যুগ্য হতে পারিনি, যতটুকু আমি তোমাকে বিশ্বাস করি। এতে তোর কোন দোষ নেই, বর্থ্যতা আমার , আমি পারিনি তোমার বিশ্বাস অর্জন করতে।
পরিশেষে কি আর বলবো, সব সময় যা চাই তাই, ভালো থাকো, সুখে থাকো আমার জান ।
ইাত
আলিমানের বাবা



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন