আমি তাদেরকেই ঘৃনা করি যারা আমাকে এই পৃথিবীর সুন্দর্য উপভোগ করা থেকে বঞ্চিত করেছে।

Full width home advertisement

Post Page Advertisement [Top]


কথাটা বলার আগে যদি নিজেকে অন্তত একটাবার এই প্রশ্নটা করতে যে কে কাকে কতটা সময় দেয়। তাহলে আশাকরি এই কথাটা বলতে পারতে না। বেশি কিছু বলবো না, শুধু এটুকু জেনে রাখো, আমি ওরে নিয়ে বাহিরের রোদ বাতাস খেতে বের হই না, পার্কে ঘুড়েতে যাই না, রেস্টুরেন্টে খেতে যাই না এমনকি কোন আত্মিয়র বাড়িতেও বেড়াতে যাই না, আমি এমন ভাবে রেখেছে যে একসাথে বসে খাওয়ার জন্য অপেক্ষা করে না, একসাথে শুয়ার জন্য বারবার মোবাইলে কল দেয় না।

 সন্ধ্যার পরে আমার জন্য স্পেশাল চা বানিয়ে নিয়ে অপেক্ষা করে না। কল লিষ্ট চেক করলে সারা মাসে ২০ মিনিট কথা বলছি এমন রেকর্ড পাবে না, অনলাইনে তো কখনই না। সামান্য অসুস্থ হলেই বাসায় চলে যাই না। যখন অপারগ হয়ে যাই তখন যাই আবার একটু সুস্থ হলেই বের হয়ে আসি। না আর বলবো না, বলতে চাইলে আরো অনেককিছু বলতে হবে।

যতই অপমান করো আমায়, যতই অবহেলা করো, যদিও তুমি অন্য কারো কিন্তু আমি তোমার ছিলাম, আছি, থাকবো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Bottom Ad [Post Page]